Filmstar: দেবের হাত ধরেই ঘাটালে শুরু 'সবুজ বিপ্লব' | সোনাক্ষীর বিয়ের গুঞ্জনে সরগরম বলিউড | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেবের হাত ধরেই ঘাটালে সবুজ বিপ্লবের শুরু। কথা রাখলেন ঘাটালের সাংসদ। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেব জানালেন তাঁর প্রতিশ্রুতি রাখার কথা। আর কিকি পরিকল্পনা আছে, শুরুতেই শুনুন।
মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দেব ঘোষণা করেছিলেন, যত ভোট পাবেন, ততগুলো গাছ লাগাবেন ঘাটাল লোকসভার সাতটি বিধানসভা এলাকায়। রবিবার থেকে সেই কাজই শুরু করলেন তিনি। তবে শুধু নিজের প্রাপ্ত ভোট সংখ্যা নয়, নোটা বাদ দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে, তত সংখ্যক গাছই লাগাচ্ছেন দেব। ডেবড়া, খড়গপুর, কেশপুর, ঘাটাল, পাশকুড়া, দাসপুরে ১০ হাজারের বেশি গাছ লাগানো হয়েছে রবিবার।
সোনাক্ষীর বিয়ের গুঞ্জনে সরগরম বলিউড। মির্জাপুর নাকি হেঁয়ালিনগর? মুক্তির তারিখ নিয়ে এমন ধাঁধা এর আগে কী দেখা গেছে কখনো? বুর্জ খলিফার রোশনাইয়ে চমক দিল চন্দু চ্যাম্পিয়ন। অরিজিৎ সিং আর সোনু নিগম প্রথম বার একসঙ্গে গান গাইলেন মৃণাল সেনের বায়োপিক পদাতিকের জন্য।