Filmstar: বাওয়াল মুক্তির আগে 'বাওয়াল', মানে ঝামেলা শুরুর কারণটা অকপটে জানালেন জাহ্নবী কপূর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিনেমার শুরুটাই নাকি হয়েছিল প্রবল ঝামেলার মধ্যে দিয়ে। বাওয়াল মুক্তির আগে 'বাওয়াল', মানে ঝামেলা শুরুর কারণটা অকপটে জানালেন জাহ্নবী কপূর। নীতেশ তিওয়ারির এই ফিল্মে জাহ্নবীর সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করা কতটা কঠিন, সেই নিয়েও মুখ খুললেন বরুণ ধবন। ২১ জুলাই আমাজন প্রাইম ভিডিওতে বাওয়াল মুক্তি পাবে। তার আগে ছবিটি নিয়ে আড্ডায় হাজির বরুণ, জাহ্নবী এবং পরিচালক নিতেশ তিওয়ারি।
সন্তানসম্ভবা এক মা এবং তাঁর অনাগত সন্তানের কথোপকথন কি সম্ভব? ফোনের ওপার থেকে অনাগত কন্যা সন্তান যদি আসন্ন বিপদ সম্পর্কে অবগত করে দেয় মাকে, তাহলে সেই মা কি পারবে তাঁর মেয়েকে বাঁচাতে? রহস্যের ধাঁধায় মোড়া এমন এক পারিবারিক কাহিনি নিয়েই তৈরি হচ্ছে ওয়েব সিরিজ নন্দিনী। আর এই সিরিজে অভিনয় করেই ওটিটির দুনিয়ায় পা রাখছেন ঋতাভরী চক্রবর্তী।
জলে জঙ্গলে বিপদ। বিপজ্জনক চ্যালেঞ্জ সর্বত্র। বিপদকে অগ্রাহ্য করে ভয় কে জয় করতে হবে খতরো কি খিলাড়ি সিজন থার্টিনে। কালার্সে শুরু হয়ে গেল এই রিয়েলিটি শোয়ের নতুন সিজন। সঞ্চালক রোহিক শেঠী এবার আরও ভয়ানক সব চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছেন প্রতিযোগীদের সামনে। রোহিতের কথায়, এই রিয়েলিটি শোয়ের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি নিজে যেমন স্টান্ট করতে ভালবাসেন, তেমনই এই রিয়েলিটি শোয়ের প্রতিযোগীরা যখন কঠিন স্টান্টে উতরে যান, তখন তিনি গর্ব অনুভব করেন তাঁদের প্রতি। একান্ত আড্ডায় নিজের এই শো নিয়ে আর কী কী বললেন রোহিত, চলুন শুনেই নেওয়া যাক।