Film Star: তারকাদের সেরা সফর স্মৃতির, ষ্টির অস্বস্তি কাটাতে একটু মানসভ্রমণে সেলিব্রেটিরা
ABP Ananda
Updated at:
03 Jul 2023 03:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহযবরল-র গেছোদাদার মত জীবন কাটাতে কে না চায় বলুন তো? এই মুহূর্তে উলুবেড়ে, তো পরমুহূর্তেই মতিহারি। মতিহারিতে খোঁজ করতে গেলে শুনবেন তিনি আছেন রামকিষ্টপুরে। ঘুরে বেড়ানোর এমন সুযোগ সহজে কি মেলে? সাধারণ মানুষের কথা বাদ দিন, ফিল্মি তারকারাও শ্যুটিংয়ে এমন ব্যস্ত থাকেন, যে পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার সুযোগ সবসময় মেলে না। তবে সেই সুযোগ এলে সুদে-আসলে উশুল করে নিতেও ছাড়েন না তাঁরা। চলুন, কখনও গরম, কখনও বৃষ্টির অস্বস্তি কাটাতে একটু মানসভ্রমণে বেরিয়ে পড়া যাক। সঙ্গী হওয়া যাক তারকাদের সেরা সফর স্মৃতির।