Filmstar: রিমেকে রিস্ক ফ্যাক্টর কতটা? কী বলছে বলিউডের রিমেক ফিল্মের বক্স অফিস ট্রেন্ড? | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরিমেকে রিস্ক ফ্যাক্টর কতটা? কী বলছে বলিউডের রিমেক ফিল্মের বক্স অফিস ট্রেন্ড? অক্ষয় কুমার সুরিয়ার-র তামিল ফিল্মের রিমেক 'সরফিরা'-র উড়ানে বক্স অফিসে সাফল্য পেলেন কি?
রানওয়ে থেকে টেকঅফ করে বিমান উড়ে পড়েছে আকাশে। কিন্তু প্রশ্ন হল, জ্বালানির জোরে বিমান গন্তব্যে পৌঁছবে তো? নাকি মাঝপথেই জরুরি অবতরণে স্বপ্নভঙ্গ হবে সরফিরা-র? প্রশ্নটা উঠছে, কারণ সুরিয়া অভিনীত সুরারাই পোটরুর অফিসিয়াল হিন্দি রিমেক সরফিরার সফর নিয়ে আশার আলো দেখাতে পারছে না বক্স অফিসের অঙ্ক।
জীবনে একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে বরাবর লাইম লাইটে রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনয় জীবন থেকে হুগলির সাংসদ পদ প্রাপ্তি। একান্ত আড্ডায় সেই সব প্রসঙ্গ ছুঁয়েই এক্সক্লুসিভ আড্ডায় র্যাপিড ফায়ারের মুখোমুখি হলেন রচনা।
দাদুর সম্পত্তি নিয়ে ভাই-বোনে ধুন্ধুমার। হোটেল ব্যবসায় কে কাকে দেবে টেক্কা? রায়ানের ভূমিকায় একশো জনের বিরুদ্ধে ধনুষ লড়বেন একা। লকডাউনের প্রেক্ষাপটে নতুন কাহিনি শোনাবে 'চলতি রহে জিন্দেগি'। কোন প্ল্যটফর্মে, কবে থেকে স্ট্রিম হবে সিরিজটি?