Filmstar: বলিউডে লক্ষ্মীলাভে এখন ভরসা অ্যাকশন নির্ভর ছবিতেই? কী বলছে ট্রেন্ড? | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যাকশনে না নামলে কালেকশন বন্ধ। বক্স-অফিসের অঙ্ক এই ইঙ্গিতই তো দিচ্ছে! তাই কমল হাসান থেকে কার্তিক আরিয়ান...সবাই ঝুঁকছেন অ্যাকশন ফিল্মের দিকেই। দেখুন, ট্রেন্ড কী বলছে।
লাভ স্টোরিই হোক কিংবা ভরপুর ইমোশন, সময়ের অঙ্ক বলছে, বক্স অফিসে লক্ষ্মী লাভে ভরসা এখন অ্যাকশন। গতবছর, ২০২৩-এ অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি নিয়েই বলিউডে সাফল্যের সঙ্গে কামব্যাক করেছিলেন শাহরুখ খান। কোভিড কাল থেকে বক্স অফিসের ধারাবাহিক খরা কাটিয়ে লাভের জমিতে খাল কেটে জল এনেছিল পাঠান। সেই ফর্মুলায় এখন ভরসা রাখছেন মণি রত্নম, কমল হাসানও। কেন? কারণটা তাঁদের আগামী ছবির প্রেক্ষাপটে চোখ রাখলেই বোঝা যাবে।
ডিজনি প্লাস হটস্টারের সিরিজ শোটাইমে নিজের অভিনয়ে সবার নজর কেড়ে নিয়েছেন রাজীব খাণ্ডেলওয়াল। সিরিজটিতে বলিউডের নেপথ্য কাহিনির ছায়া রয়েছে ভরপুর। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে তেমনই কিছু কাহিনি শোনালেন রাজীব।