Filmstar: 'রক্তবীজ'-এর চিত্রনাট্য থেকে আগামীর পরিকল্পনা, এক্সক্লুসিভ আড্ডায় ভিক্টর
ABP Ananda
Updated at:
16 Oct 2023 02:31 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীপাবলির সময়, ১২ নভেম্বর বড় পর্দায় আসছে টাইগার থ্রি। ট্রেলারেই নতুন অভিযানে অ্যাকশনের চমক দিলেন সলমন।
রক্তবীজ-এর চিত্রনাট্য থেকে শুরু করে তাঁর আগামীর পরিকল্পনা। নানা বিষয় নিয়ে এক্সক্লুসিভ আড্ডায় হাজির অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়।