Filmstar : পৃথিবী জুড়ে ৫০০ কোটি ভিউ পুষ্পার গানের অ্যালবামে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jul 2022 03:24 PM (IST)
পৃথিবী জুড়ে ৫০০ কোটি ভিউ হয়েছে পুষ্পার গানের অ্যালবামে। ট্রেন্ডিংয়ে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতে তৈরি প্যান-ইন্ডিয়ান ছবিগুলির গানই ২০২২-এর প্রথমার্ধে দর্শকের পছন্দের তালিকায় প্রথম সারিতে। বছরের মাঝামাঝি দাঁড়িয়ে আজ দেখে নেওয়া কোন কোন ছবির গান জনপ্রিয়তার নিরিখে সেরা তালিকায় রয়েছে।
এবছরের সেরা গানের ট্র্যাকগুলির মধ্যে অন্যতম ভুল ভুলাইয়া টু টাইটেল ট্র্যাক। ইউটিউবে ১৮ কোটির বেশি দর্শক গানটির ভিডিও দেখেছেন। কার্তিক আরিয়ান, তব্বু, কিয়েরা আডবাণী অভিনীত এই ছবিতে টাইটেল ট্র্যাকটি গেয়েছেন নীরজ শ্রীধর। মিউজিক রিক্রিয়েট করেছেন তনিষ্ক বাগচী। কোরিওগ্রাফি করেছেন বস্কো-সিজার। সম্প্রতি গানটির একটি রিমিক্স ভার্সনও প্রকাশ্যে এসেছে।