Filmstar : সম্পর্কে ফাটল টাইগার শ্রফ-দিশা পাটানির, জোর চর্চা সোশাল মিডিয়ায়
সিনেমাও আছে, সিরিজও আছে। বিনোদনের ঝাঁপিতে মজুত জাহ্নবী কপূরের ফিল্ম ‘গুডলাক জেরি’। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেল জাহ্নবীর এই ওয়েব ফিল্ম। জি ফাইভে মুক্তি পেল বিনীত কুমার সিং অভিনীত সিরিজ ‘রংবাজ-ডর কী রাজনীতি’। একজন গ্যাংস্টার কীভাবে হয়ে উঠলেন রাজনৈতিক নেতা, কীভাবে ভয়ের অস্ত্রে ক্রয় করলেন ক্ষমতা, সেই কাহিনিই উঠে এল সিরিজটিতে। অন্যদিকে বড় পর্দায় মুক্তি পেল অর্জুন কপূর, জন আব্রাহাম, দিশা পাটানি, তারা সুতারিয়া অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’। মনোরঞ্জনের প্রশ্নে কোন কাহিনিতে কতটা মশলা রয়েছে, দেখে নেওয়া যাক।
টাইগার শ্রফ আর দিশা পাটানির সম্পর্ক ভেঙেছে। সোশাল মিডিয়ায় এই খবর নিয়েই এখন জোর চর্চা চলছে। টাইগার আর দিশা প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে যেমন নিশ্চুপ ছিলেন, সম্পর্ক ভাঙার পরেও তেমনই নিশ্চুপ রয়েছেন। কিন্তু কেন ভাঙল তাঁদের সম্পর্ক? কোন ঘটনা রয়েছে এর নেপথ্যে? দেখুন।