Filmstar : বিনোদন দুনিয়ার সমস্ত সেরা খবর, দেখে নিন ফিল্মস্টার। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Aug 2022 09:22 PM (IST)
‘ব্রহ্মাস্ত্র’-র প্রস্তুতি পর্বের কাহিনি শোনালেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ‘লাইগার’-এ বিজয় দেবরাকোণ্ডার সঙ্গে অনন্যা পাণ্ডের অনস্ক্রিন রোম্যান্স। ‘লাল সিং চড্ডা’-র গানের মেকিংয়ে প্রীতমের সঙ্গে আমির খান। জি ফাইভে আসছে নতুন সিরিজ ‘দুরাঙ্গা’। চার বান্ধবীর কাণ্ডকারখানা নিয়ে হাজির হবে ‘উড়ন পাটোলাস সিজন টু’। বিনোদন দুনিয়ার সেরা খবর গুলোয় চোখ রাখা যাক এখন।