Filmstar : ২৭ বছর বাদে আবার ঝড় বলিউডে, কেন্দ্রবিন্দুতে শাহরুখ-সলমন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jul 2022 03:52 PM (IST)
২৭ বছর বাদে আবার ঝড় উঠেছে বলিউডে। আর এই ঝড়ের কেন্দ্রে শাহরুখ খান আর সলমন খান। দক্ষিণ ভারতের জঙ্গল থেকে কোথায় গেলেন পুষ্পা ? গরম কফি আর গসিপ নিয়ে কারা বসবেন কর্ণ জোহরের মুখোমুখি? জলের নীচে বন্দুক বাগিয়ে অ্যাকশনে করলেন কে? বিনোদন দুনিয়ার সেরা খবরগুলো চটজলদি দেখে নেওয়া যাক।