Filmstar : ‘হিট দ্য ফার্স্ট কেস’ মুক্তির আগে কলকাতায় রাজকুমার রাও, মুখোমুখি এবিপি আনন্দের প্রতিনিধির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2022 03:30 PM (IST)
মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘প্রজাপতি’-র শ্যুটিং শুরু করে দিয়েছেন দেব। আর শ্যুটিংয়ের প্রথম দিনেই এবিপি আনন্দের মুখোমুখি হয়ে জানালেন তাঁর নতুন ছবির নতুন সফরের গল্প।
বাংলা বোঝেন পরিষ্কার। কিছু কিছু বলতেও পারেন। হবে নাই বা কেন? তাঁর স্ত্রী পত্রলেখা তো বাঙালি! ‘হিট দ্য ফার্স্ট কেস’ মুক্তির আগে কলকাতায় এসে আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়ের মুখোমুখি হলেন রাজকুমার রাও।