অ্যানিমাল-এর নতুন গানের সুরে সবার মন ছুঁয়ে গেলেন রণবীর কপূর, দেখুন ফিল্মস্টার
ABP Ananda
Updated at:
15 Nov 2023 02:52 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যানিমাল-এর নতুন গানের সুরে সবার মন ছুঁয়ে গেলেন রণবীর কপূর। সোনা লিভের সিরিজ 'চমক'-কে ঘিরে এখন প্রবল চর্চা সোশাল মিডিয়ায়। মেয়ে ঐশ্বর্যার পরিচালনায় নতুন ছবিতে রজনীকান্তের দুর্দান্ত ক্যামিও। মুক্তির অপেক্ষায় রয়েছে সান্য মালহোত্র অভিনীত 'মিসেস'। বিনোদন দুনিয়ার সেরা খবরগুলোয় চোখ রাখা যাক এখন।