কোয়েল মল্লিক, শ্রীয়ানশ, বাসবদত্তা, ঋতব্রত মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘রক্তরহস্য’-য় অনুপম রায়ের গাওয়া গান এল প্রকাশ্যে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Oct 2020 04:30 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কোয়েল মল্লিক, শ্রীয়ানশ, বাসবদত্তা, ঋতব্রত মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘রক্তরহস্য’-য় অনুপম রায়ের গাওয়া গান এল প্রকাশ্যে। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন দেবদীপ মুখোপাধ্যায়। সৌকর্য্য ঘোষাল পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২১ অক্টোবর।