পরিস্থিতি যতই প্রতিকূল হোক, লড়াই চালিয়ে যেতে হবে, গানে গানে বার্তা দুই বাংলার শিল্পীদের, ইন্দো-চিন সংঘর্ষে বিচলিত গ্ল্যামার জগৎ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাদাখের গালওয়ান উপত্যকায় ইন্দো-চিন সংঘর্ষে বিচলিত গ্ল্যামার জগত্। ট্যুইটে শহিদদের শ্রদ্ধা জানিয়ে জওয়ানদের কুর্নিশ জানিয়েছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, হৃতিক রোশন, ভিকি কৌশল-সহ একাধিক বলিউড তারকা। যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে ট্যুইট করেছেন মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানও।
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় বিহারের আদালতে জানানো হল অভিযোগ। অভিযুক্ত সলমন-কর্ণ-একতা সহ ৮ জন। কাজ নিয়ে মানসিক চাপে ছিলেন, মুম্বই পুলিশকে বয়ান সুশান্তের বাবার। পরিচালক অভিনব কশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন আরবাজ খান। বিনোদন দুনিয়ার এমনই কিছু খবর দেখুন এক ঝলকে।
পরিস্থিতি যতই প্রতিকূল হোক, লড়াই চালিয়ে যেতে হবে। গানে গানে এই বার্তাই দিলেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা। অনলাইনে মুক্তি পাওয়ার আগেই দেখুন মিউজিক ভিডিও ‘বাংলার হাল ধর’, শুধুমাত্র এবিপি আনন্দে।