Film Star: জি ফাইভে অ্যান্থোলজি ফিল্মে নতুন চরিত্রের চ্যালেঞ্জে যিশু সেনগুপ্ত। ABP Ananda Live
ABP Ananda
Updated at:
07 Feb 2024 02:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজি ফাইভে অ্যান্থোলজি ফিল্মে নতুন চরিত্রের চ্যালেঞ্জে যিশু সেনগুপ্ত। পঙ্কজ ত্রিপাঠীকে কারা বলছেন 'মার্ডার মুবারক'? চঞ্চল চৌধুরী অভিনীত 'আয়নাবাজি' মুক্তি পেতে চলেছে ওটিটিতে। অ্যাটলির ছবিতে অ্যাকশনের চমক দেবেন বরুণ ধবন। 'ভক্ষক'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির রইলেন ভূমি পেডনেকর। প্রকাশ্যে এল প্রেমে পড়া বারণ-এর ট্রেলার। বিনোদন দুনিয়ার সেরা খবরগুলোয় চোখ রাখা যাক প্রথমেই।