Filmstar : বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2022 03:15 PM (IST)
সন্দীপ রায়ের পরিচালনায় ‘হত্যাপুরী’-র শ্যুটিংয়ে ব্যস্ত ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত। অন্যদিকে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’-র শ্যুটিংয়ে ব্যস্ত আবির। অগাস্টে শুরু হবে পুষ্পার সিক্যুয়েলের শ্যুটিং। জিমে দিতিপ্রিয়ার ইনস্ট্রাক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? বাঘের ছানার সঙ্গে খেলছেন দিব্যাঙ্কা? বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।