Ghanta Khanek Sange Suman: 'মেদিনীপুরে আমাকে লড়তে দেয়নি, ফল সবাই দেখেছে', ফের নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ
Download ABP Live App and Watch All Latest Videos
View In App"মেদিনীপুরে আমাকে লড়তে দেয়নি, ফল সবাই দেখেছে"। "মনে হচ্ছে, জেতা আসনে হারার প্ল্যানিং করা হয়েছে"। ফের নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ।
দিলীপ ঘোষের নেতৃত্বেই বাংলায় উত্থান হয়েছিল বিজেপির। উনিশে হাফ, একুশে সাফ স্লোগান দিয়ে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে নজরকাড়া ফল করেছিল গেরুয়া শিবির। এবার সারা বাংলায় বিজেপির স্কোরকার্ড ১২/৪২। এত বড় বিপর্যয়ের পরেও বর্তমানের বড়াই নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন। ঘুরপথে সুকান্ত মজুমদারদের নেতৃত্ব নিয়েই কি প্রশ্ন তুলে দিলেন দিলীপ ঘোষ? প্রাক্তন রাজ্য সভাপতির সাম্প্রতিক মন্তব্যগুলি থেকে এই জল্পনা ছড়াচ্ছে।
নিউটাউনে মর্নিং ওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, উনিশের লোকসভা ভোটে বাংলায় বিজেপি ৪১ শতাংশ ভোট পেয়েছিল। এবার লোকসভা ভোটে কেন তা কমে ৩৮ শতাংশে চলে এল? প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির প্রশ্ন দলের সাংসদ, বিধায়ক বেশি থাকা সত্ত্বেও, এবং সর্বোপরি স্বয়ং প্রধানমন্ত্রী রাজ্যে এসে দফায় দফায় সভা, রোড শো করে যাওয়ার পরেও, কেন ভোট কমল? এমন ফলাফলের পর্যালোচনা হওয়া দরকার বলে মনে করছেন দিলীপ ঘোষ।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন