ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৬.০৩.২০২৪) : অবশেষে শেখ শাহজাহানকে CBI-এর হাতে তুলে দিল রাজ্য
ABP Ananda
Updated at:
07 Mar 2024 08:38 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: হাইকোর্টে (Calcutta Highcourt) ধাক্কা, সুপ্রিম কোর্টে (Supreme Court) অস্বস্তি, তাও দু'দিনের টানাপোড়েন। অবশেষে শেখ শাহজাহানকে CBI-এর হাতে তুলে দিল রাজ্য। "অভিযুক্তকে আড়াল করতেই লুকোচুরি খেলছিল পুলিশ," ইতিমধ্যেই রায়ে বলেছেন প্রধান বিচারপতি। "শাহজাহানের থেকেও বড় ক্রিমিনাল পুলিশ," আক্রমণে সুকান্ত।"সন্দেশখালির ঝড় উঠবে বাংলাজুড়ে," আক্রমণ প্রধানমন্ত্রীর, অভিযোগ শুনলেন নির্যাতিতাদের। 'ঠিক সময়ে হস্তক্ষেপ করা হলে তাপস-সজলরা দল ছাড়তেন না'। তাপসের বিজেপিতে যোগদানের দিনই বিস্ফোরক কুণাল। ABP Ananda Live