ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৬.০৮.২৪-পর্ব-২):টানা ১৫ বছর ক্ষমতায়,কেন শেখ হাসিনার সরকারের প্রতি রাগ জমেছিল?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাগাতার আন্দোলনের জেরে, প্রধানমন্ত্রিত্ব এবং দেশ দু'টোই ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। কিনতু, টানা ১৫ বছর ক্ষমতায় থাকা সরকারের বিরুদ্ধে এই পরিমাণ রাগ জমেছিল কেন? অনেকে বলছেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪। বাংলাদেশে পরপর তিনটি নির্বাচনেই, শেখ হাসিনার দলের বিরুদ্ধে ব্য়াপক কারচুপি এবং বিরোধী নেতাদের জেলে ভরে, ভোট প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। এর ফলে শেখ হাসিনা টানা ১৫ বছর ক্ষমতায় থাকলেও, সাধারণ মানুষের মনে, তাঁর সরকারের বিরুদ্ধে জমেছিল প্রবল ক্ষোভ। ছাত্র আন্দোলনের প্রতি হাসিনা সরকারের মনোভাব সেই ক্ষোভের বাঁধ ভেঙে দিয়েছে।
গতবছর জুলাই মাসে কলকাতায় এসে, বাংলাদেশের তৎকালীন হাসিনা সরকারের তথ্য়সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ ভোট নিয়ে কী বলেছিলেন।
কেউ আসেন কলকাতায় চিকিৎসা করাতে, কেউ আবার ব্য়বসার কাজে। কলকাতায় প্রায় সারাবছরই বাংলাদেশিদের ভিড় লেগে থাকে। দেশের এরকম অগ্নিগর্ভ পরিস্থিতিতে, পরিজনদের কথা ভেবে উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁরা।