ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১২.২৪) পর্ব ২: আল কায়দার শাখা সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির চিকেন নেক! কীভাবে পাসপোর্ট জালিয়াতি?
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: 'গেমচেঞ্জার দাদা' থেকে 'অভিষেককে সরকারে আনা'র দাবি । এবার অভিষেকের হয়ে পোস্ট করা ২ শিক্ষক নেতাকে বহিষ্কার করল তৃণমূল । অভিষেকের নাম করে তোলা আদায়, সাসপেন্ডের পর গ্রেফতার তৃণমূলের যুব নেতা । চিলাপাতার জঙ্গল থেকে থেকে সৈকতনগরী দিঘা, ৬ দিন ধরে হন্যে পুলিশ । এখনও বেপাত্তা তোলাবাজিতে অভিযুক্ত বাগুইআটির তৃণমূল কাউন্সিলর । পশ্চিমবঙ্গ, অসম ও কেরলে ধৃত আনসারুল্লা বাংলার মডিউল, ধৃত ৮ জঙ্গি । আল কায়দার শাখা সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির চিকেন নেক!
পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে, আনসারুল্লা বাংলার আট জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ। যাদের মধ্য়ে রয়েছে, মুর্শিদাবাদের দুজন। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, গোয়েন্দারা জানতে পেরেছেন, আল কায়দার শাখা সংগঠনের টার্গেট ছিল, শিলিগুড়ির চিকেন নেক।