ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৫.০৪.২৪):বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্য়ে ছ'টায় যে কেউ বাজিমাত করতে পারে,বলছে সি-ভোটার । পর্ব-২ ABP Ananda Live
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছয়ই এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত, সি ভোটার যে সমীক্ষা চালিয়েছে, তাতে দেখা যাচ্ছে বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্য়ে অন্তত ছটা কেন্দ্রে লড়াই জমজমাট হতে চলেছে। সমীক্ষকদের মতে, বর্তমান যা পরিস্থিতি, তাতে এই আসনগুলোতে যে কেউ বাজিমাত করতে পারে। পাশাপাশি, আপনাদের দেখাব, লোকসভা ভোটে, বাংলায় কোন দল, কত শতাংশ ভোট পেতে পারে।
'কতজন বিরোধী নেতা জেলে আছেন? সাতানব্বই শতাংশ অভিযুক্তের সঙ্গে তো রাজনীতির কোনও সম্পর্কই নেই!' সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাতকারে এভাবেই বিরোধীদের এজেন্সি-আক্রমণের জবাব দিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে বললেন, 'কেউ পাপ করলে তার ভয় থাকে, সৎ লোকের ভয় কীসের!' যদিও অন্য় দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিজেপিতে আসার পর, তাদের বিরুদ্ধে এজেন্সি নিষ্ক্রিয় হওয়ার অভিযোগ নিয়ে মন্তব্য় এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী।
সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলেছে, তার পরেও প্রথম দফার ভোটের আগে সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাতকারে ফের নির্বাচনী বন্ডের পক্ষে জোরাল সওয়াল করলেন প্রধানমন্ত্রী। বললেন, 'ইলেক্টোরাল বন্ড না থাকলে, কোন ব্যবস্থায় সেই ক্ষমতা আছে যে, টাকা কোথা থেকে এসেছে, আর কোথায় গেছে তা খুঁজে বের করবে। এটাই তো ইলেট্রোরাল বন্ডের সফলতা!