Ghanta Khanek Sange Suman(১১.১২.২০২৪) পর্ব ১: ধৃত সন্ন্যাসীর জামিন-শুনানি এগনোর আর্জি খারিজ চট্টগ্রাম কোর্টের | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: ফের মৌলিক অধিকার লঙ্ঘন বাংলাদেশের জেলে বন্দি চিন্ময়কৃষ্ণ দাসের। ধৃত সন্ন্যাসীর জামিন-শুনানি এগনোর আর্জি খারিজ চট্টগ্রাম কোর্টের। হামলার আশঙ্কায় সাঁতরে ভারতে হিন্দু যুবক, আটক কিশোরীও। আগরতলা সীমান্তে লং মার্চ, ফের ভারত-বিদ্বেষ বিএনপি নেতা রিজভির। '১৫ মিনিট সীমান্ত খুললেই বাংলাদেশ দখল', এবার হুঙ্কার তৃণমূল নেতার। অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে জায়গা পেলেন ইসকনের ৪ প্রতিনিধি। 'পুরীর মন্দিরের নকল করে হিন্দুদেরই অপমান', আক্রমণে শুভেন্দু।
আরও খবর...
এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে উঠল আবাস-দুর্নীতির অভিযোগ। যাকে হাতিয়ার করে রাজ্যের শাসক শিবিরকে বিঁধল বিজেপি। অনৈতিকভাবে কারও নাম বাংলার বাড়ি তালিকায় অন্তর্ভূক্ত হলে বাদ দেওয়া হবে। অস্বস্তির মুখে সাফাই শোনা গেল জেলা তৃণমূল নেতৃত্বের মুখে।
একজন রাজা হন, আরেক জন হন ‘কিংমেকার’। যাঁরা সবসময় ক্ষমতাবান। জ্যোতিপ্রিয় মল্লিক রাজা না হলেও রাজা তৈরির মতো ক্ষমতাবান। জামিন পেলে তদন্ত ভেস্তে দিতে পারেন। বিশেষ আদালতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের বিরোধিতা করে মন্তব্য করল ইডি। পরবর্তী শুনানি হবে ২১ ডিসেম্বর।