Ghanta Khanek Sange Suman (১৫.০৮.২০২৪) পর্ব ১ : তছনছ হল RG কর, দাঁড়িয়ে দেখল পুলিশ | গুঁড়িয়ে গেল বহুমূল্য ভেন্টিলেটর, নষ্ট হল লক্ষ লক্ষ টাকার ওষুধ | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakahnek Sange Suman: গুঁড়িয়ে গেল বহুমূল্য ভেন্টিলেটর, নষ্ট হল লক্ষ লক্ষ টাকার ওষুধ। তছনছ হল আর জি কর, দাঁড়িয়ে দেখল পুলিশ। কাদের স্বার্থে অবাধে দুষ্কৃতীরাজ চলতে দেওয়া হল আন্দোলনের আঁতুড়ঘরে। "DYFI-এর সাদা পতাকা নিয়ে হামলা," আক্রমণে কুণাল ঘোষ। "ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, সবাই জানে কারা করেছে," পাল্টা সুজন। ভাঙচুর-বিধ্বস্ত আর জি করে গেলেন রাজ্যপাল, দিলেন সুবিচারের আশ্বাস। আর জি কর-মন্তব্যের জের, মুখপাত্রের পদ থেকে শান্তনুকে সরাল তৃণমূল। সন্দীপ ঘোষকে CBI হেফাজতে নেওয়ার দাবি তুললেন শান্তনু।
চিকিৎসককে ধর্ষণ-খুনের পরে হাসপাতালে তাণ্ডব, আন্দোলনে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে দুপুরে বিজেপির ২ ঘণ্টার 'রাস্তা রোকো'। দুপুর ২টো থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্য জুড়ে অবরোধের ডাক। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল । আর জি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিল SUCI