ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০২.০১.২৫) পর্ব ১: প্রকাশ্যে খুন তৃণমূলের জেলা সহ-সভাপতি! মমতার নিশানায় পুলিশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: প্রকাশ্যে খুন তৃণমূলের জেলা সহ-সভাপতি! তাড়া করে পরপর গুলি! মালদায় হাড় হিম করা CCTV ফুটেজ । SP-র অপদার্থতা, পুলিশের গাফিলতিতেই নেতা খুন," বলছেন খোদ পুলিশমন্ত্রী । ব্রাত্য, স্নেহাশিস, প্রদীপ, বেচারাম -- প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নিশানায় চার মন্ত্রী । "রাষ্ট্রদ্রোহিতার সাজা যাবজ্জীবন," বললেন বিচারক, সরাসরি খারিজ চিন্ময়কৃষ্ণের জামিনের আর্জিবাংলাদেশে হিন্দু যুবককে বেধড়ক মার, ফের ভাঙা হল মন্দির । "বর্ডার দিয়ে লোক ঢোকাচ্ছে BSF," আক্রমণ মমতার "জমি না দিয়ে অনুপ্রবেশে মদত দিচ্ছেন উনিই," পাল্টা শুভেন্দু ।
বাড়ির কাছেই প্রকাশ্য়ে গুলি করে খুন করা হল, মালদা তৃণমূলের জেলা সহ-সভাপতি ও ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকারকে। হাড়হিম করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রীতিমতো তাড়া করে দোকানে ঢুকে, গুলি করে মারা হচ্ছে ওই শাসক নেতাকে। আর এই ঘটনা নিয়েই প্রশাসনিক বৈঠকে পুলিশের তীব্র সমালোচনা করেন পুলিশমন্ত্রী। বলেন, SP-র অপদার্থতা ও পুলিশের গাফিলতিতেই এই খুন। তৃণমূল নেতা খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্য়ে একজন বিহারের বাসিন্দা, আরেকজনের বাড়ি ইংরেজবাজার এলাকায়।