Ghanta Khanek Sange Suman (০৩.০৪.২০২৪) পর্ব ১: আপনি কি ভাইপো-মাত্রই চোখ বুজে বিশ্বাস করেন? তীক্ষ্ণ প্রশ্নবাণের মুখে পার্থ ভৌমিক | ABP Ananda LIVE
ABP Ananda
Updated at:
04 Apr 2024 08:25 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: আপনি কি ভাইপো-মাত্রই চোখ বুজে বিশ্বাস করেন? নাকতলার পার্থর (Partha Bhowmik) মতো নৈহাটির পার্থরও লুকনো টাকার পাহাড় আছে নাকি? আপনি নাকি ক্যামাক স্ট্রিটে তোলাবাজির টাকা পৌঁছে দেন? ক্ষমতায় থাকার জন্য কখনও আফসোস হয় না? দলের কাছে দায়বদ্ধ বলে সত্যি কথাগুলো বলতে পারেন না? আপনার মদতে শাহজাহানের শাগরেদরা নৈহাটিতে জমি কিনেছে? তীক্ষ্ণ প্রশ্নবাণের মুখে পার্থ ভৌমিক