ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৫) পর্ব ১: কমিশনকে আক্রমণ অভিষেকের। 'জেলে যাবে ভাইপো', হুঁশিয়ারি শুভেন্দুর
GhantaKhanek Sange Suman 'প্রচারে এলে বিজেপি নেতাদের বেঁধে রাখুন' । পানিহাটিতে প্রৌঢ়ের বাড়িতে গিয়ে হুমকি অভিষেকের । 'জেলে যাবে ভাইপো', SIR আবহে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীরও । 'জাস্টিস ফর প্রদীপ কর', পানিহাটিকাণ্ডকে হাতিয়ার করে সুর চড়াচ্ছে তৃণমূল । সুইসাইড নোটের ফরেন্সিক হোক', CBI তদন্ত দাবি বিজেপির । 'জ্ঞানেশ কুমারের বাবার নাম লিস্টে আছে তো?', সরাসরি মুখ্য় নির্বাচন কমিশনারকে নিশানা অভিষেকের । এখনই অভিষেকের বিরুদ্ধে FIR করুন', নির্বাচন কমিশনকে পরামর্শ সুকান্তর । আক্রমণাত্মক অভিষেক, অথচ অনুব্রত বলছেন 'SIR ভাল', একই সুর হুমায়ুনেরও । ED-অভিযানে শহরে ফের টাকার পাহাড়, খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ
ভোট যত এগোচ্ছে SIR-NRC ঘিরে রাজনীতির পারদ তত চড়ছে। এরই মধ্যে পানিহাটিতে NRC আতঙ্কে আত্মহত্যার অভিযোগ ও কোচবিহারে আত্মহত্য়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এই আবহে সরাসরি বিজেপিকে হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পানিহাটিতে মৃত প্রদীপ করের বাড়িতে গিয়ে এদিন তিনি বলেন, "স্থানীয় বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদের। পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তোর দড়ি খুলব"। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে "কয়লা চোর" বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ৪ তারিখ
পানিহাটিতে মিছিলের ঘোষণা
করে তিনি বলেন, "উনি মুখ্য়মন্ত্রীর ভাইপো, ওঁকে চ্য়ালেঞ্জ করে গেলাম, আমি হাঁটব। আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে রুখে দেখাবে।"































