ঘণ্টাখানেক সঙ্গে সুমন ( ১৮.০৩.২৫) পর্ব ১: বঙ্গরাজনীতিতে এবার রামনবমী ঘিরে 'ধর্মযুদ্ধ' । 'হিন্দু-হিন্দু ভাই ভাই' স্লোগান বিজেপির, 'গ্যাসে কেন ছাড় নাই?' পাল্টা ছড়া তৃণমূলের

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: পোস্টারের পাল্টা পোস্টার, স্লোগানের পাল্টা স্লোগান, বঙ্গরাজনীতিতে এবার রামনবমী ঘিরে 'ধর্মযুদ্ধ' । প্রত্যেক বিধানসভা এলাকায় মিছিল করবে বিজেপি, '১ কোটি হিন্দু রাস্তায় নামবে,' হুঙ্কার শুভেন্দু অধিকারীর । অশান্তিতে প্ররোচনা দিতে চায় বিজেপি,' আক্রমণ কুণাল ঘোষের । 'হিন্দু-হিন্দু ভাই ভাই' স্লোগান বিজেপির, 'গ্যাসে কেন ছাড় নাই?' পাল্টা ছড়া তৃণমূলের। SC বলে শিবমন্দিরে ঢুকতে বাধা, বিস্ফোরক অভিযোগ নদিয়ায় । এই সমস্যা বাংলায় ছিল না, কী করছে পুলিশ?' ক্ষোভপ্রকাশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের । আওরঙ্গজেবের কবর সরানোর দাবি ঘিরে সংঘর্ষে অগ্নিগর্ভ নাগপুর, পুড়ল গাড়ি, জ্বলল দোকান । ৯ মাসের অপেক্ষার অবসান, আজ রাতেই মহাশূন্য থেকে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস । ফ্লোরিডার উপকূলে অবতরণের অপেক্ষায় গোটা বিশ্ব ।