ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৪.১০.২৪)পর্ব ১:অনশনের হুঁশিয়ারি দিয়ে উঠল কর্মবিরতি | আশিসকে নিয়ে বিস্ফোরক CBI
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: নামে ডাক্তার, কাজে তোলাবাজ! হাউস স্টাফ নিয়োগেও সন্দীপ ঘোষের হয়ে কাটমানি তুলতেন আশিস পান্ডে! 'আর জি-করে থ্রেট কালচারের মূল পাণ্ডা আশিসই,' আদালতে বলল CBI। ধর্ষণ-খুনের সঙ্গে দুর্নীতির যোগ? প্রমাণ লোপাটে আত্মহত্যার তত্ত্ব? CBI-স্ক্যানারে কলকাতা পুলিশও। ম্যারাথন বৈঠকের পর মিছিলে জুনিয়র ডাক্তাররা, উঠবে কর্মবিরতি? নাকি বদলাবে আন্দোলনের ধরন? পরীক্ষায় নম্বর বাড়িয়ে টাকা তোলায় অভিযুক্ত উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষ। অপসারণ চেয়ে স্বাস্থ্যভবনে চিঠি ১৬ জন বিভাগীয় প্রধানের। ফের হিংসায় উত্তপ্ত জগদ্দল, অর্জুন সিং-এর বাড়ির সামনে বোমাবাজি।
হাউসস্টাফ করে দেওয়ার নামে কাটমানি নেওয়া থেকে তোলাবাজি চালানো ও ঘুষ নেওয়া। সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকতায় থ্রেট কালচার চালানো থেকে জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের হুমকি। আর জি করকাণ্ডে ধৃত টিএমসিপি নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে, আদালতে এমনই সব চাঞ্চল্য়কর অভিযোগ করল সিবিআই।