ঘণ্টাখানেক সঙ্গেসুমন(২৪.১০.২৪)পর্ব২:বাড়ি-ঘর ছেড়ে ত্রাণ শিবিরে বহু মানুষ।কী পরিস্থিতি নদীবাঁধগুলির?
ABP Ananda
Updated at:
25 Oct 2024 08:58 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় 'দানা'। আর কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ভয়াবহ গতিবেগে । কোথাও নড়বড়ে মাটির বাঁধ, কোথাও ভরসা ত্রিপল-দড়ি । ফের বিপর্যয়ের আশঙ্কায় প্রহর গুনছে এ রাজ্যের উপকূলও। ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের ধাক্কার আশঙ্কা কলকাতাতেও । ঝড়ের ধাক্কা সামলাতে বন্ধ ট্রেন, বিমান, ফেরি । সাইক্লোন ট্যুরিজম! ঘর থেকে ঝড় দেখবেন বলে পুরী ছাড়লেন না বহু পর্যটক।
('দানা'র আতঙ্কে হাজার-হাজার, লক্ষ-লক্ষ মানুষ যখন নিজেদের জীবন-জীবিকা নিয়ে চিন্তায়, তখন কিছু মানুষ, আবার সাইক্লোন ট্য়ুরিজম নিয়ে ব্য়স্ত! দিঘা আর পুরীতে এমন কিছু পর্যটকের দেখা পেলাম আমরা, যাঁরা হোটেলের ঘর কিম্বা ব্য়ালকনিতে বসে, ঝ়ড় দেখতে চান!