ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব২: 'ভোটের আগে মুখ্যমন্ত্রীর কথা রাখতেই বিতর্কিত ৭০-৩০ মন্তব্য', বিস্ফোরণ হুমায়ুন
Ghanta Khanek Sange Suman: মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। শান্তিশৃঙ্খলার দায়িত্ব রাজ্যের ওপরই ছাড়ল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হেরেই যেতেন ইউসুফ পাঠান-আবু তাহের, আটকাতে বলেছিলেন মুখ্যমন্ত্রী'। 'ভোটের আগে মুখ্যমন্ত্রীর কথা রাখতেই বিতর্কিত ৭০-৩০ মন্তব্য'। সাসপেন্ড হয়েই এবিপি আনন্দের সামনে একের পর এক বিস্ফোরণ হুমায়ুনের। টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। '৩০টা খুন করে নেতা অধীর,' তোপ হুমায়ুনের, 'দিদির পুলিশ ধরেনি কেন?' পাল্টা অধীর।
হুমায়ুনের সঙ্গে কথা বলতে বেলডাঙায় পৌছল পুলিশ। রেজিনগরে হুমায়ুনের সঙ্গে কথা IC হরিহরপাড়া ও রেজিনগরের IC-র সঙ্গে। বন্ধ ঘরে হুমায়ুন কবীরের সঙ্গে কথা ২ পুলিশ আধিকারিকের। বাবরি মসজিদের শিলান্যাসের জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন বেলডাঙায়। একজন পুলিশ সুপার ও একজন অতিরিক্ত পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। বেলডাঙায় পাঠানো হয়েছে ২৫০ জন RAF, ১০০ কনস্টেবল। ডিএসপি, ইন্সপেক্টর, সাব ইনস্পেক্টর সহ রয়েছেন ১০০ অফিসার। সকল পুলিশ আধিকারিককে রিপোর্ট করতে বলা হয়েছে বহরমপুরে






























