ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.০২.২৫) পর্ব ২:২৬-এর আগে আইপ্যাকের সঙ্গে সহযোগিতার বার্তা তৃণমূলনেত্রীর। BJP-তে যাব বলে রটানো হচ্ছে, আমি বেইমান নই:অভিষেক

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: "ভোটার-তালিকায় গুজরাত-হরিয়ানার লোক ঢোকাচ্ছে বিজেপি, এই করেই দিল্লি-মহারাষ্ট্রে জিতেছে । মুখ্য নির্বাচন কমিশনার করা হয়েছে অমিত শাহের সচিবকে, কমিশনের আশীর্বাদেই কারচুপি," আক্রমণ তৃণমূলনেত্রীর । ভাই গেছে, এবার দিদিভাই যাবে," কটাক্ষ শমীক ভট্টাচার্যের । কোনও দাদার রাজনীতি নয়, দলের প্রতীকটাই আসল," দলের রাশ নিজের হাতে, ফের বোঝালেন মমতা । শুভেন্দু-মুকুলকে চিহ্নিত করেছিলাম, এবারও বেইমানদের চিহ্নিত করব," হুঙ্কার অভিষেকের । ভোট এলেই মনে পড়ে, তৃণমূলের কাকে-কাকে জেলে ঢোকাতে হবে?" আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় । চার্জশিটে দু'জায়গায় নাম, কিন্তু বিজেপির মতোই ভাববাচ্যে কথা," কটাক্ষ অভিষেকের । রটানো হচ্ছে নাকি বিজেপিতে যাব, নতুন দল আসছে, আমি বেইমান নই," বললেন সাংসদ।
কেউ কেউ বলছেন, আমি তৃণমূল বুঝি না। আমি ওই দাদার রাজনীতি করি। কে কী বলছেন, কে কী করছেন, সবটাই কিন্তু আমার নজরে থাকে, নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে দলের নেতা-নেত্রীদের উদ্দেশ্য়ে এভাবেই স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এখানেই রাজনৈতিক মহলে প্রশ্ন হল, এই বার্তা কাদের উদ্দেশ্য়ে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? উল্লেখ্য়, আর জি কর-কাণ্ডে যখন চরম অস্বস্তির মধ্য়ে পড়তে হয় তৃণমূল সরকারকে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারের অংশ করার দাবিতে সোশাল মিডিয়ায় আছড়ে পড়ে একের পর এক পোস্ট। আজ তাৎপর্যপূর্ণভাবে, তৃণমূলনেত্রী বলেন, ইদানীং ২-১টা নেতা হয়েছেন। হঠাৎ গজিয়ে তোলা। কেউ বলছেন আমি প্রতীক চিনি না। তৃণমূল নেত্রীর এই মন্তব্য়ের প্রেক্ষিতে পাল্টা কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা সৌম্য় আইচ রায়। তিনি বলেন, ময়ূর সিংহাসনের লড়াই প্রকাশ্য়ে এসে গেছে।