ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৫) পর্ব ৩: 'আনুগত্যই আমার পতনের জন্য দায়ী, কে ব্রুটাস খুঁজে বেড়াব', জামিন পেয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর
Ghanta Khanek Sange Suman: ভ্যারেন্ডার বীজ থেকে তৈরি বিষাক্ত জৈব অস্ত্র 'রাইসিন' দিয়ে গণহত্যার ছক? ফাস্টফুড ব্যবসার আড়ালে হাজার-হাজার নিরীহ মানুষকে মারার চক্রান্ত! আমদাবাদ থেকে ধৃত ডাক্তারকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বিস্ফোরণ i20-তে, হদিশ মিলল উমরের আরেকটা লাল ইকোস্পোর্টের। 'পালাতে পার, লুকোতে পারবে না', জম্মু-কাশ্মীর পুলিশের বার্তার পরই দিল্লিতে বিস্ফোরণ। অপারেশন সিঁদুরের পরও কোমর ভাঙেনি পাক মদতপুষ্ট জঙ্গিদের? উঠছে প্রশ্ন। উদ্ধার প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক, ফরিদাবাদের সেই গুদামে এবিপি আনন্দ। 'আনুগত্যই আমার পতনের জন্য দায়ী, কে ব্রুটাস খুঁজে বেড়াব', জামিন পেয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর, বান্ধবী হিসেবে স্বীকৃতি অর্পিতাকে।
বান্ধবীর বাড়িতে টাকার পাহাড় থেকে শিক্ষা দুর্নীতি, মুখ খুললেন পার্থ । তৃণমূল থেকে মমতা-অভিষেক, জামিনে মুক্তির পরেই অকপট পার্থ 'জীবন তো শেষ হয়ে যায়নি, কর্মযজ্ঞে ফিরে যাব' । দল নয়, দল আমার সঙ্গে না থাকলেও আমি দলের সঙ্গে আছি' । বলতে দাও বলে ৩ বছর ধরে চিৎকার করেছি, কেউ আসেনি' । আমার কাছে ৩ বছর ধরে কেউ আসেনি, বিধানসভায় গিয়ে কী করব?' । কারাবাস থেকে মুক্তির পরেই এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রাক্তন শিক্ষামন্ত্রী । আগে শক্তি পুনরুদ্ধার করি, বেহালা মানুষের কাছে এমাসেই যাব' মানুষের কাছে গিয়ে বলব, আমি তোমাদেরই লোক: পার্থ চট্টোপাধ্যায় । বান্ধবী অর্পিতার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার নিয়েও মুখ খুললেন পার্থ । টাকা তো আমার বাড়ি থেকে পায়নি, বান্ধবীর কাছ থেকে পেয়েছে, ওই বলবে' । কারও ২টো বউ থাকতে পারে, আমার বউ নেই, বান্ধবী থাকতে পারে না?' । হাঁটুর বয়সী যারা বিদ্রুপ করেছিল, তাদের প্রতি সহানুভূতি হয়, সবটাই জানি' । বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা, সোনা উদ্ধার নিয়ে দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর । আমার আনুগত্যই আমার পতনের জন্য দায়ী: পার্থ চট্টোপাধ্যায় । কারাগারে যাওয়ার আগে বলেছিলাম মমতা যতক্ষণ আছে, ততক্ষণ মমতাই আমার নেতা' । অভিষেক অটোমেটিক চয়েস, আজ যারা পিছনে ঘুরছে, তারা কিন্তু সেদিন ছিল না' । আমি দাঁড়িয়ে আছি, আমিই জেল খেটেছি: পার্থ চট্টোপাধ্যায়
All Shows





























