ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.১০.২০২৫) পর্ব ২ : "ঘটনার ৮ ঘণ্টা পর তদন্ত শুরু, এখনও পাইনি মেডিক্যাল রিপোর্ট," ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা
Ghanta Khanek Sange Suman: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে CBI তদন্ত দাবি নির্যাতিতার বাবার। "অভিযোগ নেওয়ার আগে থানায়-থানায় ঘুরিয়েছিল পুলিশ"। "ধামাচাপা দেওয়ার চেষ্টা, সম্ভবত তথ্যপ্রমাণ নষ্ট করতেই ঘটনাস্থল ঘিরতে এত দেরি"। "ঘটনার ৮ ঘণ্টা পর তদন্ত শুরু, এখনও পাইনি মেডিক্যাল রিপোর্ট," ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা। নির্যাতিতার সঙ্গে ফোনে কথা ওড়িশার মুখ্যমন্ত্রীর, দোষীদের শাস্তিতে পদক্ষেপের আশ্বাস। "আগে নিজের রাজ্য সামলান," পাল্টা আক্রমণে তৃণমূল। দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা, দায়ের FIR।
দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে অভিনব প্রতিবাদ জানাল বিজেপি। সল্টলেকের করুণাময়ীতে মহিলাদের লঙ্কার গুঁড়ো, পিপার স্প্রে বিলি করেন বিজেপি যুব মোর্চার নেতা কর্মীরা। 'অপারেশন লাল মিরচ' লেখা প্ল্যাকার্ড হাতে পথে নামেন তাঁরা। বিজেপির বক্তব্য "রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রাত ৮টার পর বাইরে বেরোতে না মহিলাদের। এই জন্য মহিলাদের সুরক্ষা, নিরাপত্তার স্বার্থে আমরা বিজেপির 'অপারেশন লাল মিরচ' শুরু করলাম 'সিঁদুরের' পর। এই লাল মিরচ নিয়ে পকেটে থাকবে, ধর্ষকদের চোখে দেবে আর পিটাই করবে।"































