Ghanta Khanek Sange Suman (১০.১২.২০২৪) পর্ব ২: প্রকাশ্যে এল বাংলাদেশে ইসকন-সদস্যের ওপর হামলার নতুন ছবি | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: 'পাকিস্তানে তৈরি পরমাণু বোমা দেওয়া হবে বাংলাদেশকে'। ইসলামাবাদে বসে ভারতকে হুমকি পাক কট্টরপন্থী নেতার। যুদ্ধজিগির তুলে এবার উত্তরপূর্ব ভারত দখলের হুমকি বাংলাদেশি মৌলবাদীদের। 'বাংলাদেশও আমলকি চুষবে না,' ললিপপ-মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ রিজভির। প্রকাশ্যে এল বাংলাদেশে ইসকন-সদস্যের ওপর হামলার নতুন ছবি। 'মানবাধিকার দিবসে দুর্ভাগ্যজনক ছবি,' বললেন ইসকনের রাধারমণ দাস। সীমান্ত পেরিয়ে ঢোকা বাংলাদেশি লুটেরারা লুকিয়েছিল নিউটাউনের ফ্ল্যাটে, ধরল মেঘালয় পুলিশ। 'শায়েস্তার উপায় জানি, হাসিমারার দুটো যুদ্ধবিমানই যথেষ্ট,' হুঙ্কার শুভেন্দুর। হুমায়ুনের 'বাবরি মসজিদ'-এর পাল্টা মুর্শিদাবাদেই রামমন্দির তৈরির ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠনের।
আরও খবর..
গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল অবরোধের জেরে গোটা দেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগে প্রভাব পড়ার আশঙ্কা। আজ আপ ও ডাউন নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, আপ ও ডাউন বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পাশাপাশি, যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দবিহার-অরুণাচল এক্সপ্রেস, গুয়াহাটি-নিউ দিল্লি এক্সপ্রেস, কামাখ্যা-রাজেন্দ্রনগর এক্সপ্রেসের। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।