Ghanta Khanek Sange Suman(১৯.০২.২০২৫) পর্ব ১ : বাইপাসে দুর্ঘটনার সূত্র ধরে ট্য়াংরায় মিলল ৩ দেহ ! | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: বাইপাসে দুর্ঘটনার সূত্র ধরে ট্য়াংরায় মিলল ৩ দেহ! কলকাতায় হাড়হিম করা ঘটনায় পরতে পরতে রহস্য়। বাড়িতে স্ত্রীদের মৃতদেহ, গাড়িতে বাইপাসের পিলারে ধাক্কা তাঁদের স্বামীদের। আত্মহত্য়ার চেষ্টা? না খুন করে পালানোর কৌশল? ইউক্রেন যুদ্ধের জেরে বছরখানেক আগে আচমকা বন্ধ ব্য়বসা। পাহাড়প্রমাণ দেনার ভারই কাল হল পরিবারের? 'লাইসেন্সপ্রাপ্ত দোকানের বুলেট-বন্দুক দুষ্কৃতীদের হাতে', বলছে খোদ STF-ই। স্টক মেলানোয় পুলিশের গাফিলতিতেই সংগঠিত অপরাধ?
হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার IC
হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার IC। গতকাল রাত ১২টা নাগাদ মধ্য হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে নেতাজি সুভাষ রোডে গুলি চলে। গুলিবিদ্ধ হন জয়ন্ত পাল। ওই পুলিশ অফিসার হুগলি জেলায় কর্মরত। পুলিশের বোর্ড লাগানো গাড়িতে চড়ে ওই এলাকায় আসেন জয়ন্ত। সঙ্গে একজন মহিলা ছিলেন। পুলিশ সূত্রে খবর, গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর যায় শিবপুর ও ব্যাঁটরা থানায়। ওই পুলিশ অফিসারের বাঁ হাতে গুলি লাগে। তাঁকে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে পুলিশ অফিসারের সঙ্গিনীর কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।