Ghanta Khanek Sange Suman(২০.০২.২০২৫) পর্ব ১ : ট্য়াংরাকাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনায় আহতদের দাবি খারিজ

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: আত্মহত্য়া নয়, ট্য়াংরায় খুনই হয়েছেন ৩ জন। ২ বধূর হাত ও গলার নলি কেটে খুন, বিষক্রিয়ায় মৃত্যু কিশোরীর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনায় আহতদের দাবি খারিজ । '২ ভাইই খুনি', মনে করছে পুলিশ, মানতে নারাজ নিহতের মা। ছেলেকে বাঁচিয়ে রেখে আত্মহত্য়ার ছক ২ ভাইয়ের? কেন পাল্টাল প্ল্য়ান? মমতার 'মৃত্যুকুম্ভ' কটাক্ষ, রাজ্যপালকে নালিশ শুভেন্দুর। 'আমি সব ধর্মকে শ্রদ্ধা করি', বললেন মুখ্যমন্ত্রী।
ধর্ম নিয়ে বঙ্গ রাজনীতিতে তরজা চলছেই। নিউটাউনের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বললেন, 'কে বলেছে, আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না? আমরা প্রত্যেককে শ্রদ্ধা করি। সব সংস্কৃতিকে শ্রদ্ধা করি। অন্যদিকে শুভেন্দু অধিকারীর পাল্টা কটাক্ষ,'আপনাকে যে বলতে হচ্ছে আমি হিন্দু, আমি বন্দ্যোপাধ্যায় পরিবারের, খুব ভাল লাগছে।'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কে বলেছে, আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না? ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, লাইনে এসে গেছেন আপনি। সুন্দর লাইনে এসে গেছেন। বছর ঘুরলেই যেখানে বিধানসভা নির্বাচন। কিন্তু উন্নয়নের কথা দূরে সরিয়ে, এখন বিজেপি-তৃণমূলের মুখে শুধুই ধর্ম! যার সূচনা হয়েছে এবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো ঘিরে বেনজির ছবিগুলো। কোথাও পুলিশের পাহারায় করতে হয়েছে পুজো।