Ghanta Khanek Sange Suman (২৪.০১.২০২৫) পর্ব ১ : দু'পক্ষের তদন্ত নিয়েই হাজারো প্রশ্ন, রাজ্য-CBI দু'পক্ষই চায় সঞ্জয়ের ফাঁসি | ABP Ananda LIVE

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: দু'পক্ষের তদন্ত নিয়েই হাজারো প্রশ্ন, দু'পক্ষই চায় সঞ্জয়ের ফাঁসি। সোমবার রাজ্য ও CBI-এর জোড়া মামলার শুনানি হাইকোর্টে। প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগ অভয়ার বাবা-মার, এবার তুললেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। "তদন্ত এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার"। "নজিরবিহীন ব্যবস্থা নিন কমিশনার," রায়ে লিখেছেন বিচারক। "দিদির মন্ত্রীদের চালচলন দেখলে থাকতে ইচ্ছে করে না"। বিস্ফোরক মন্তব্য কল্যাণের, কোন মন্ত্রীদের দিকে ইঙ্গিত? রাতারাতি বদলে গেল তৃণমূলের ক্যালেন্ডার, মমতা-অভিষেকের ছবির মাপই নেপথ্যে ?
মালদার মানিকচকে ভিড়ের মধ্যে শূন্যে গুলি চালিয়ে সূচনা হল ভলিবল টুর্নামেন্টের
গোবলয়ের বাহুবলীদের শক্তি প্রদর্শনের ছবি বাংলায়। মালদার মানিকচকে ভিড়ের মধ্যে শূন্যে গুলি চালিয়ে সূচনা হল ভলিবল টুর্নামেন্টের। ভাইরাল হল ছবি, অস্ত্র বাজেয়াপ্ত করে অস্ত্র আইনে মামলা রুজু। ঘটনার ৩৬ ঘণ্টা পরেও নাগালের বাইরে অভিযুক্তরা।