ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.১২.২৪) পর্ব ১: চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: SSC-তে ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে রাজ্য । ডাল মে কুছ কালা হ্যায়, ইয়া সব কুছ কালা হ্যায়?', মন্তব্য প্রধান বিচারপতির । নেই আসল OMR, নেই মিরর ইমেজও, হার্ডডিস্কের তথ্য নিয়েও সন্দিহান শীর্ষ আদালত । কীভাবে আলাদা করা যাবে বৈধ-অবৈধদের?, আজও ঝুলে রইল সেই প্রশ্ন । অবৈধদের রাখতেই অতিরিক্ত শূন্যপদ?', ফের বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য । ভারত-বিদ্বেষের মধ্যেই পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ইউনূসের । ৫ বছরে তৈরি হয়েছে প্রায় ৩ হাজার জাল পাসপোর্ট? মুর্শিদাবাদ থেকে গ্রেফতার আল কায়দার শাখা সংগঠনের ২ সদস্য।
২৬ হাজার চাকরি বাতিল মামলায় ওএমআর ও অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য ও এসএসসি। আলাদা হবে বৈধ-অবৈধ, নাকি নিয়োগ বাতিল ? ৭ জানুয়ারি শুনানি। বিতর্কের মধ্যেই SSC-কে যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে SSC জানায়, ২০১৬-র নিয়োগে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশে অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যা ১ হাজার ২১২। চলতি সপ্তাহেই সর্বোচ্চ আদালত জানিয়েছিল, কারা বৈধ, কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কি না তা দেখা হবে। কিন্তু এদিনের শুনানিতে তার উত্তর অধরাই রইল। এপ্রসঙ্গে চাকরিপ্রার্থী বলেন, "আমরা বারবার দাবি করে আসছি, সেগ্রিগেশন(যোগ্য-অযোগ্য আলাদা করা) ছাড়া এই যে বিশাল দুর্নীতি হয়েছে, সেগ্রিগেশন ছাড়া কোনও কিছুই ফলপ্রসূ কিছু আশা করা যাচ্ছে না। অতএব আমরা সবসময় আমরা সেগ্রিগেশনের দাবি জানাচ্ছি। সেই দিকে আশা করি কেসটা এগোচ্ছে।'' আরেক চাকরিপ্রার্থীর কথায়, "রাজ্য সরকারেক যদি সদিচ্ছা থাকত, যখন হাইকোর্ট রায় দিয়েছিল, কিছু সংখ্যক যাদের অবৈধ তথ্য পাওয়া যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করলে আজকে এই দিন দেখতে হত না। সুপ্রিম কোর্ট সঠিক পর্যবেক্ষণ করছে, এটা আমাদের যারা যোগ্য ছাত্র পেয়েছি, আমাদের এটাই বক্তব্য।''