ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.১২.২০২৫)পর্ব ১: ভোটযুদ্ধের আগে 'ধর্মযুদ্ধের' আঁচে ফুটছে রাজনীতি! হুমায়ুনের 'বাবরি'র জন্য ৪৮ ঘণ্টায় জমা আড়াই কোটি
Ghantakhanek Sange Suman : মন্দির-মসজিদ থেকে গীতা-কোরান, ভোটযুদ্ধের আগে 'ধর্মযুদ্ধের' আঁচে ফুটছে রাজনীতি। 'বাবরি' নিয়ে এক হুমায়ুনের পাশে আরেক হুমায়ুন। 'বাবরি নিয়ে আবেগ রয়েছে, ওয়াকফ নিয়ে ক্ষোভ,' সাসপেন্ডেড বিধায়কের পাশে বর্তমান তৃণমূল বিধায়ক। হুমায়ুনের 'বাবরি'র জন্য অনুদানের পাহাড়। ৪৮ ঘণ্টায় জমা পড়ল আড়াই কোটি, এখনও চলছে টাকা গোনা। 'বিজেপির অনুষ্ঠানে কীভাবে যাব? নিরপেক্ষ হলে নিশ্চই যেতাম' ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে না যাওয়া নিয়ে বললেন মুখ্যমন্ত্রী। সংসদে প্রধানমন্ত্রীর মুখে 'বঙ্কিমদা,' আপত্তি জানালেন সৌগত, 'বাবু'-তে ফিরলেন মোদি
আরও খবর...
হুমায়ুন সাপোর্টস হুমায়ুন! মুর্শিদাবাদে 'বাবরি মসজিদ'-এর শিলান্যাসের আবহে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনাপুরের ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন IPS অফসার আরেক হুমায়ুন কবীর। বললেন, "আবেগ একটা তৈরি হয়েছে। এটা আমি বুঝতে পারছি। যাঁরা ধর্মপ্রাণ মুসলিম তারা মসজিদের ব্যাপারে খুব স্পর্শকাতর। ৩৩ বছর আগে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এটা কেউ ভোলেনি। যেই শুনেছে বাবরি মসজিদ নাম, সেই সবাই ঝাপিয়ে পড়েছে ওর মধ্যে যে, আমিও তার অংশ হতে চাই।" ডেবরার তৃণমুল বিধায়ক জানিয়েছেন, নেম সেক-এর কারণে তাঁকে ফোন করেও মানুষ টাকা পাঠাতে চাইছেন। বলছেন, "আপনি QR কোড দিন, UPI নম্বর দিন। টাকা ট্রান্সফার করব। আমিও সামিল হতে চাই।"






























