ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.১১.২০২৪) পর্ব ১:'বিহার থেকে কী করে কলকাতায় ঢুকছে 9MM পিস্তল?ববির পর মুখ্যমন্ত্রীর পুলিশ দফতর নিয়ে কড়া সমালোচনা সৌগতর
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: 'বিহার থেকে কী করে কলকাতায় ঢুকছে নাইন এমএম পিস্তল?' 'একই সরকার ক্ষমতায়, তাই গয়ংগচ্ছ পুলিশ', ববির পর এবার মুখ্যমন্ত্রীর পুলিশ দফতর নিয়ে কড়া সমালোচনা সৌগত রায়ের। 'এত ক্রিমিনাল শহরে ঢুকছে কী করে? পুলিশের নেটওয়ার্ক কোথায়?' প্রশ্ন ফিরহাদ হাকিমের। 'এখনই পুলিশমন্ত্রী করা হোক অভিষেককে,' সুশান্তকাণ্ডের পর ফের জোরালো সওয়াল হুমায়ুনের। ভরছে জলা, উঠছে বহুতল, উড়ছে টাকা সুশান্ত ঘোষের ওপর হামলার নেপথ্যে বাইপাসের ধারে জমি দখলের লড়াই?
তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে মারার চেষ্টা ঘিরে তোলপাড় রাজনীতি। আর এই ঘটনা নিয়ে, তৃণমূলের অন্দরেই পুলিশ-বিরোধী স্বর ক্রমেই জোরাল হচ্ছে। ফিরহাদ হাকিমের পর, মুখ্য়মন্ত্রীর দায়িত্বে থাকা স্বরাষ্ট্র দফতর, অর্থাত পুলিশ দফতর নিয়ে কড়া সমালোচনা করে এবার সৌগত রায় বললেন, 'বিহার থেকে কলকাতায় কীকরে নাইন এমএম পিস্তল ঢুকছে? একই সরকার ক্ষমতায় আছে বলে পুলিশ গয়ংগচ্ছ মনোভাব দেখাচ্ছে।' একই সুরে কলকাতার মেয়র বলেছিলেন, 'শহরে এত ক্রিমিনাল ঢুকছে কী করে? পুলিশের নেটওয়ার্ক কোথায়?' মেয়র ও সাংসদের বক্তব্য়কে সমর্থন জানিয়েছেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্য়াপারীও।