ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৭.১১.২৫): পুরো নম্বর পেয়েও মেলেনি ডাক! এবার পথে SSC-র নতুন চাকরিপ্রার্থীরাও
Ghantakhanek Sange Suman: SSC-র ইন্টারভিউ তালিকায় ফের কেন দাগিদের নাম, হাইকোর্টে জোড়া মামলা । পুরো নম্বর পেয়েও মেলেনি ডাক! এবার পথে SSC-র নতুন চাকরিপ্রার্থীরাও। শূন্যপদ বাড়িয়ে সব যোগ্যকে নিয়োগের চেষ্টা', জানালেন শিক্ষামন্ত্রী ।
জুলাই গণহত্যা-মামলায় শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির নির্দেশ । মৌলবাদীদের অঙ্গুলিহেলনে মৃত্যুদণ্ড', বাংলাদেশ কোর্টের রায় নিয়ে বললেন হাসিনা । ফের উত্তাল বাংলাদেশ, আন্দোলনে আওয়ামি লিগ, পাল্টা পথে হাসিনা-বিরোধীরাও ।
কল্যাণ-রাজ্যপাল সংঘাতে নতুন মোড়, রাজভবনে বম্ব স্কোয়াডের তল্লাশি! । ফর্ম বিলি,জমা থেকে ডেটা এন্ট্রি, চাপের অভিযোগ তুলে CEO দফতরে বিক্ষোভে BLO-রা
শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করল বাংলাদেশ আদালত
শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করল বাংলাদেশ আদালত । ১ মাস ধরে সওয়াল-জবাবের পর শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করল আদালত । গত বছর ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত শেখ হাসিনা । শেখ হাসিনার অপরাধ মানবতাবিরোধী' । নিরস্ত্র বিক্ষোভকারীদের খুন করা হয়েছে' । রায়ে উল্লেখ বাংলাদেশ আদালতের । হাসিনা মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রীকেও অভিযুক্ত করল আদালত । ৪৫৩ পাতার রায়, ৬টি ভাগে ভাগ করা হয়েছে রায়কে ।ষ সমস্ত অভিযোগ মিথ্যা, রায়ের আগে অডিও বার্তা শেখ হাসিনার






























