ঘণ্টাখানেক সঙ্গে সুমন: (৭.০৮.২৪ -পর্ব২)অলিম্পিকের আসর থেকে বিতাড়িত বিনেশ, দিলেন প্রতিবাদের মাসুল?
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: পুলিশ-নিধন, পরপর লাশ উদ্ধার, জেল খুলে কয়েদিমুক্তি । অশান্ত বাংলাদেশে এখনও অব্যাহত হিংসার দাপট । সরকারের দায়িত্ব নিতে প্যারিস থেকে ঢাকার পথে নোবেলজয়ী ইউনুস ।"বাংলাদেশে যারা নৈরাজ্য চালাচ্ছে, তারাই এরাজ্যে তৃণমূলের দখল নিয়েছে," আক্রমণে দিলীপ । "স্পর্শকাতর বিষয় নিয়ে দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক মন্তব্য," পাল্টা কুণালের । কুস্তিতে ভাঙল সোনার স্বপ্ন । রাতারাতি মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য অলিম্পিকের আসর থেকে বিতাড়িত বিনেশ ফোগত কোচ থেকে সাপোর্ট স্টাফের ভূমিকাতেও উঠছে বড়সড় প্রশ্ন । বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে প্রতিবাদের মাসুল? প্রশ্ন তুলছে বিরোধীরা। মহিলা কুস্তিগিরদের ওপর যৌন নির্যাতন চালিয়েছেন, ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং। তাঁকে পদ থেকে সরাতে হবে এবং গ্রেফতার করতে হবে। এই দাবিতেই রাজপথে অন্য়ান্য় কুস্তিগিরদের সঙ্গে আন্দোলনে নেমেছিলেন বিনেশ ফোগত। যদিও, তাদের সেই দাবি তখন মানেনি কেন্দ্রীয় সরকার। আন্দোলনের জন্য় বিজেপি নেতাদের তরফে নানা আক্রমণও ধেয়ে এসেছিল বিনেশ ফোগতদের দিকে। প্রশ্ন উঠছে, সেই প্রতিবাদেরই কি মাসুল গুণলেন এই বীর-কন্য়া?