ঘণ্টাখানেক সঙ্গে সুমন (30.09.24) (পর্ব ২) হাওড়াতেও পুজো মণ্ডপে ঢাকা পড়ল মণ্ডপের প্রতীকী শিরদাঁড়া, শাসকের চাপেই ‘ঢাকল’ শিরদাঁড়া?
ABP Ananda
Updated at:
01 Oct 2024 11:15 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচারদিনের মধ্য়েই বেলেঘাটার পুজো মণ্ডপ থেকে আবর্জনার স্তূপে ঠাঁই হয়েছিল প্রতীকী শিরদাঁড়ার। অথচ মাথা তুলে দাঁড়িয়ে আছে তৃণমূল নেতাদের ছবি দেওয়া গেট। এবার সাঁতরাগাছির একটি পুজো মণ্ডপেও ঢেকে দেওয়ার হল প্রতীকী শিরদাঁড়া। ক্লাব কর্তৃপক্ষের দাবি, থিম জানাজানি হতেই তাদের জগাছা থানায় দেখা করতে বলে পুলিশ।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে, চিকিৎসকদের মিছিলের অনুমতি দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বললেন, 'যাঁরা দুর্গাপুজো করেন, তাঁরা কি জানেন, যে মণ্ডপে কত দর্শক আসবেন? বরং শহরজুড়ে ১৪৪ ধারা জারি করে দিন, তাহলে আর কোথাও মিটিং মিছিল হবে না।'মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন মিছিল।