ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৮.২৪): চিকিৎসকের দেহ উদ্ধারের পরই সেমিনার হলে বহিরাগত আইনজীবী!
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: চিকিৎসকের দেহ উদ্ধারের পরই সেমিনার হলে বহিরাগত আইনজীবী! প্রকাশ্যে আর জি করের অভিশপ্ত সেই সেমিনার হলের নতুন ভিডিও! ৩ ঘণ্টা অপেক্ষায় মা-বাবা, অথচ পুলিশের সামনেই ঘটনাস্থলে বহিরাগতরা! নেপথ্যে কী রহস্য? সঞ্জয়ের পর এবার সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট CBI-এর। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে কাল নবান্ন অভিযানের ডাক, তপ্ত রাজনীতি। 'ওদের লক্ষ্য গুলি ও লাশ, ভিডিও দেখিয়ে দাবি তৃণমূলের, অভিযানকে অবৈধ বলল পুলিশও। 'ভুয়ো ভিডিও, মানুষের আন্দোলনে ভয় পাচ্ছে তৃণমূল', নবান্ন অভিযানে সমর্থন বিজেপির। পড়ুয়াদের মিছিলে 'না', একাধিক স্কুলকে শোকজ, প্রতিবাদে রাস্তায় প্রধান শিক্ষকরা। পুজো অনুদান প্রত্যাখ্যান অব্যাহত, এবার বঙ্গরত্ন সম্মান ফেরানোর ঘোষণা।
হাসপাতাল আইনজীবীকে ঢোকার অনুমতি দিলেও, পুলিশ কেন ছাড়পত্র দিল? পুলিশ কখন সেমিনার রুমের ৪০ ফুট অংশ কর্ডন করেছিল?মা-বাবাকে কখন দেহ দেখতে দেওয়া হয়?