ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৫.০৮.২০২৪): অশান্তিতে মৃত্যু ছাড়াল ৩০০, বাংলাদেশে এবার সেনাশাসন
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: অশান্তিতে মৃত্যু ছাড়াল ৩০০, বাংলাদেশে এবার সেনাশাসন। পদত্যাগ করে তড়িঘড়ি দেশ ছাড়লেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের দখলে প্রধানমন্ত্রীর বাসভবন, বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ির ঘা। আওয়ামি লিগ সদর দফতরে ভাঙচুর, আগুন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও। শাসক দলকে বাদ দিয়েই সর্বদল বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান। "আর চলবে না গুলি, দু'দিনের মধ্যেই তৈরি হবে অন্তর্বর্তী সরকার," আশ্বাস সেনাপ্রধানের। ভারত-বাংলাদেশ সীমান্তে জোরদার নিরাপত্তা, কড়া নজর সেনাবাহিনীর।
টানা কয়েকদিনের অশান্তিতে বাংলাদেশে মৃত্য়ুর সংখ্য়া তিনশো ছাড়াল। প্রধানমন্ত্রীর বাসভবন, 'গণভবন'-এর দখল নিল আন্দোলনকারীরা। হাতুড়ির ঘা প়ড়ল বঙ্গবন্ধু
শেখ মুজিবর রহমানের মূর্তিতে। আগুন লাগানো হল, ঢাকার আওয়ামি লিগের সদর দফতরে। হামলা হল স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদ থেকে, ইস্তফা দিয়ে, তড়িঘড়ি সেনা-চপারে করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। বিকেল পৌনে ছটা নাগাদ, হাসিনার চপার গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে অবতরণ করে। আর হাসিনার দেশ ছাড়ার পর, সর্বদল বৈঠকের করে বাংলাদেশ সেনা। শান্তি ফেরানোর আহ্বান জানিয়ে, বাংলাদেশের সেনাপ্রধান জানিয়ে দিলেন, তারা আপাতত দেশের নিয়ন্ত্রণে নিচ্ছে। আটচল্লিশ ঘণ্টার মধ্য়ে তৈরি হবে অন্তর্বর্তী সরকার।