ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৫.৭.২৫) পর্ব২:'বাংলাভাষীদের ওপর পরিকল্পিত হামলা',দাবি TMC-র,ওড়াল BJP
ABP Ananda LIVE: বাংলা বললেই বাংলাদেশি বিতর্কে হরিয়ানায় আতঙ্ক। পানিপথে গোয়ালপোখরের দুশোরও বেশি শ্রমিককে আটকে রাখার অভিযোগ। বাংলাদেশি সন্দেহে ধরপাকড়ে আতঙ্ক। গ্রেফতারির ভয়ে ঘরেই আটকে হেমতাবাদের যুবক। হরিয়ানায় আটক বনগাঁর যুবক। পুলিশি তৎপরতায় মুক্তি। অপরদিকে, কাজের খোঁজে মহারাষ্ট্রে গিয়ে বাদুড়িয়ার পরিযায়ী শ্রমিক রহস্যমৃত্যু! বস্তাবন্দি দেহ উদ্ধার। বিবাহ বহির্ভূত সম্পর্কেই খুনের অনুমান। স্ত্রী-সহ প্রেমিক গ্রেফতার। ভিন রাজ্যে বাঙালি হেনস্থায় রাজ্য পুলিশের হেল্পলাইন, পাল্টা এরাজ্যে হিন্দু বাঙালি-অবাঙালি হেনস্থার অভিযোগ শুভেন্দুর। ইমেল দিয়ে সাহায্যের আশ্বাস। 'বাংলাভাষীদের ওপর পরিকল্পিত সন্ত্রাস', দাবি তৃণমূলের, ওড়াল বিজেপি।
বিহারে ভোটার লিস্টের বিশেষ সংশোধন শেষ, এবার বাংলা? রাজ্যে BLO-দের ট্রেনিং ঘিরে জোরাল জল্পনা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য CEO-র । 'বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে কমিশন', সরব তৃণমূল । 'অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা বাদ যাবেই', পাল্টা বিজেপি । ভোটার তালিকা নিয়ে আজও উত্তাল সংসদ, দফায়-দফায় বিক্ষোভ বিরোধীদের । মহারাষ্ট্রে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক। 'বাংলাভাষীদের ওপর পরিকল্পিত সন্ত্রাস', দাবি তৃণমূলের, ওড়াল বিজেপি ।হয় ইস্তফা, না হলে ইমপিচমেন্ট, হুমকি ধনকড়কে', বিস্ফোরক কল্যাণ






























