ঘন্টাখানেক সঙ্গে সুমন(পর্ব ২, ১১.০২.২৫):পার্থর বাড়ির অফিসে তৈরি হয়েছিল অযোগ্যদের তালিকা, দাবি CBI-এর

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়ির অফিসেই তৈরি হয়েছিল, অযোগ্য়দের তালিকা। সুপ্রিম কোর্টে লিখিতভাবে এমনটাই দাবি করল CBI. এমনকী তাঁর সহ-ষড়যন্ত্রী হিসেবে সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা-সহ আরও অনেকের নামেরও উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি। বিরোধীদের প্রশ্ন, খোদ শিক্ষামন্ত্রীর বাড়িতেই যদি অযোগ্য়দের তালিকা তৈরি হয়, তাহলে হাজার হাজার যোগ্য প্রার্থীর জীবনে এই যে অনিশ্চয়তা নেমে এসেছে, তার দায় রাজ্য় সরকারের হবে না কেন? জীবন সংশয় রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের? তাঁর অবস্থা কিষেনজির মতো হতে পারে! এমনই আশঙ্কাপ্রকাশ করলেন বিজেপি সাংসদ, জ্য়োতির্ময় সিং মাহাতো। পার্থ চট্টোপাধ্য়ায়ের যথাযথ নিরাপত্তা চেয়ে রাজ্য়পালের কাছে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য আবার দাবি করছেন, পার্থর আড়ালেও অনেকে লুকিয়ে আছে, তাদেরও ধরতে হবে। পাল্টা কুণাল ঘোষের কটাক্ষ, বিজেপিই চক্রান্ত করছে না তো?