Ghantakhanek Sange Suman পর্ব ২ (২৪.০৫.২৪): কলকাতা হাইকোর্ট থেকে ফের স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: একদিকে নন্দীগ্রামে (Nandigram) বিজেপি কর্মী (BJP Worker) খুনের ঘটনা যখন তোলপাড় রাজ্য়...একদিকে নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনা যখন তোলপাড় রাজ্য়, তারইমধ্য়ে কলকাতা হাইকোর্ট থেকে ফের স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। বড় ধাক্কা খেল রাজ্য় পুলিশ। কোলাঘাটে শুভেনদু অধিকারীর অফিস তথা ভাড়া বাড়িতে তল্লাশির ঘটনায়, পুলিশের তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কোলাঘাট থানায় দায়ের হওয়া, FIR-এর ওপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন তিনি। তবে, এই সময়ের মধ্যে জরুরি কোনও নির্দেশের প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হতে পারবে পুলিশ। অমিত শা-র সভার আগের দিন, কোলাঘাটে শুভেনদু অধিকারীর ভাড়াবাড়িতে পুলিশি হানা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘাটালের সভা না করেই কোলাঘাটে হাজির হন শুভেন্দু অধিকারী। এর পরের দিন এনিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলার সওয়ালে এদিন শুভনদু অধিকারীর আইনজীবী বলেন, ২০ মে, সার্চ ওয়ারেন্ট ছাড়াই কোলাঘাটের অফিসে তথা অস্থায়ী বাড়িতে পুলিশ হাজির হয়। স্বতঃপ্রণোদিত FIR দায়ের করে পুলিশ। অভিযোগ করা হয়েছিল যে ওই অফিসে বোমা, অস্ত্র এবং নগদ টাকা মজুত করা হয়েছিল। যদিও ওই অফিস থেকে কিছুই পাওয়া যায়নি। পুলিশের দাবি, তারা বিকাল ৫টা নাগাদ অভিযোগ পায়। তারপর, ফ্লাইং স্কোয়াড ডাকা হয়। বিকাল ৬ টা ২৫ মিনিটে তল্লাশি শুরু হয়। রাত ১২টার পর FIR রুজু হয়। যদিও, কোনও ফ্লাইং স্কোয়াড আসেনি।