ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.০৮.২৪): নবান্ন অভিযানে রণক্ষেত্র রাজপথ, পুলিশ-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধ
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: নবান্ন অভিযানে রণক্ষেত্র রাজপথ, সাড়ে ৪ ঘণ্টা ধরে পুলিশ-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধ। কাল ১২ ঘণ্টার বাংলা বনধ ডাকল বিজেপি।"ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে ধর্মঘটের ডাক," আক্রমণে তৃণমূল। জলকামান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জেও বিক্ষোভ সামলাতে হিমশিম পুলিশ। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল শুভেন্দুর। "জাস্টিস নয়, ওরা চেয়ার চায়," বলছে তৃণমূল।
কলকাতা থেকে হাওড়া। ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে দিকে দিকে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হল আন্দোলনকারীদের। ভাঙল ব্য়ারিকেড। জলকামান, কাঁদানে গ্য়াস, লাঠিচার্জ করেও, নবান্নমুখী বিক্ষোভকারীদের আটকাতে হিমশিম খেল পুলিশ। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলল খণ্ডযুদ্ধ। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অত্য়াচার চালিয়েছে, এই অভিযোগ তুলে, কাল বারো ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি।
শান্তিপূর্ণ আন্দোলনে অত্য়াচার চালিয়েছে পুলিশই। এই অভিযোগ তুলে, কাল রাজ্য়জুড়ে বারো ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বিজেপি। তৃণমূল অবশ্য় অভিযোগ করছে, আজকের চক্রান্ত ভেস্তে গেছে বলেই, কাল বনধ ডাকা হয়েছে। প্রশাসনের তরফেও স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনওভাবেই এই বনধ মানা হবে না। অন্যদিকে আজই বিজেপির লালবাজার অভিযান ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয় বিকেলে। প্রথমে লালবাজারে ঢোকার চেষ্টা করেন সুকান্ত মজুমদাররা। তারপর বিজেপি নেতারা লালবাজারে ঢোকার চেষ্টা করলে ফের এক দফা ধস্তাধস্তি হয়। আজ ব্রাত্য বসু" বলেন, কাল তৃণমূল ছাত্র পরিষদের বাৎসরিক অনুষ্ঠান আছে। এদিনই বনধ ডাকার পিছনে গভীর অভিসন্ধি কাজ করছে।" প্রসঙ্গত, কালই মেয়ো রোডের টিএমসিপির অনুষ্ঠানে প্রতি বছরের মতো থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।