GhantaKhanek Sange Suman(০১.০৮.২০২৫) পর্ব ১: বিহারে খসড়া ভোটার-লিস্টে ৬৫ লক্ষ বাদ! তোড়জোড় শুরু বাংলায় | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: বিহারে খসড়া ভোটার-লিস্টে ৬৫ লক্ষ বাদ! তোড়জোড় শুরু বাংলায়। 'ভোট চোর কমিশন,' বিস্ফোরক রাহুল, 'সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন?' পাল্টা বিজেপি। মুম্বইয়ের পর পুণে, ফের বাঙালি শ্রমিকের রহস্যমৃত্যু। 'টার্গেট কিলিং' বলছে তৃণমূল, দেহ আনতে যাচ্ছে পুলিশের টিম। হেনস্থার বদলে হিংসার নিদান! বাঙালি-নিগ্রহের পাল্টা হাত কাটার হুমকি তৃণমূল বিধায়কের। ১৪ দিনে রাজ্যে ৪ তৃণমূল নেতা-কর্মী খুন, ৪ ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল। 'মরছে তৃণমূল, মারছে তৃণমূল,' আক্রমণে বিরোধীরা। বছর ঘুরলেও মেলেনি সুবিচার, তিলোত্তমার মা-বাবার ক্ষোভের নিশানায় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী থেকে CBI-পুলিশ।
আরও খবর...
স্টুডিও পাড়ায় অচলাবস্থা কাটাতে আদালতের নির্দেশ মেনে বৈঠক করল ফেডারেশন ও ডিরেক্টর্স গিল্ড। বৈঠকে ইতিবাচক আলোচন হয়েছে বলেই দাবি দু'পক্ষের। পরিস্থিতি কবে স্বাভাবিক হয়, নজর এখন সেদিকেই।
ট্রানজিট ফ্লাইট থেকে কলকাতায় ঢোকার অনুমতি না থাকলেও বিমানবন্দর থেকে বেরনোর চেষ্টা বাংলাদেশির। বাধা দেওয়ায় কলকাতা বিমানবন্দরে ভাঙচুর বাংলাদেশি নাগরিকের। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে যাচ্ছিলেন আশরাফুল হোসেন। বাংলাদেশি নাগরিককে আটক করল সিআইএসএফ। বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল সিআইএসএফ। আশরাফুল হোসেনকে জিজ্ঞাসাবাদ বিধাননগর কমিশনারেটের।
All Shows






























